IPP - আমাদের সম্পর্কে

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

সকল প্রশংসা একমাত্র আল্লাহ তা'য়ালার জন্য, যিনি আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিযিকদাতা, আমাদের পালনকর্তা আল্লাহ্ সুবহানা ওয়াতালার জন্যে। দুরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি।

আমরা মুসলিম হয়েও আমাদের ভাই-বোন ছেলে-মেয়ে অবাধ ফ্রি-মিক্সিং চলাফেরায় বর্তমানে সমাজে যেনা সহজ হয়ে গিয়েছে। স্থান করে নিয়েছে হারাম রিলেশনশীপ। অপরদিকে আমরা পাত্র-পাত্রীর দ্বীনদারীতাকে গুরুত্ব না দিয়ে যৌতুক, দেনা-পাওনা, অত্যাধিক খরচ করা, পশ্চিমা সংস্কৃতি দ্বারা বিবাহ কে অত্যন্ত কঠিন করে ফেলেছি। যার ধরুন এখন আমাদের সমাজে বিয়ে খুব কঠিন একটা বিষয়ে পরিনত হয়েছে। অথচ হারাম সম্পর্কগুলো খুব সহজেই সামাজিক স্বীকৃতি পেয়ে যাচ্ছে।

আমরা আরো লক্ষ্য করেছি যে, অনেক জেনারেল শিক্ষিত ভাই-বোনেরা পরিবারে দ্বীনি পরিবেশ না থাকা সত্ত্বেও কষ্ট করে দ্বীনের উপর অবিচল থাকার চেষ্টা করেন, সপ্ন দেখেন ইসলামি পাত্র বা পাত্রী খুঁজে একটা দ্বীনি জীবন গড়তে কিন্তু তারা বিবাহের সময় প্রতিকূল পরিস্থিতিতে পড়েন। দেখা যায় যে, পরিবার দ্বীনদার ইসলামিক পাত্র পাত্রীর সন্ধান না পেয়ে দ্বীনদারীতাকে গুরুত্ব না দিয়ে বিবাহের ব্যবস্থা করতে থাকেন। এভাবে দ্বীনদার পাত্র-পাত্রীর সাথে বিবাহ না হলে, পরবর্তীতে বিবাহ পরবর্তী নতুন জীবনে নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হওয়ার ঝুঁকিতে পড়েন। এতে দুনিয়ার শান্তি কিংবা দ্বীনের উপর অবিচলতা দুটোই হুমকির মুখে পড়ে যায়। অপরদিকে আমাদের দেশে প্রচলিত ঘটকদের অনেকে শুধুমাত্র নিজের ফায়দা হাসিলের জন্য উভয় পক্ষের নিকট মিথ্যা আশ্বাস ও মিথ্যা কথা বলে থাকে যার ফলশ্রুতিতে অনেকেই অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়।

এমতাবস্থায় জেনারেল এবং দ্বীনদার ক্যাটাগরির বায়োডাটা জমা এবং পাত্র-পাত্রী খুঁজতে ইন শা আল্লাহ আমরা আপনাদের সহায়ক হবো। এবং যার মাধ্যমে দ্বীনের ব্যাপারে উদাসীন পরিবারের ভাই-বোনেরা এই প্লাটফর্মের মাধ্যমে দ্বীনদার পাত্র-পাত্রী সন্ধানের ক্ষেত্রে সহায়তা পাবেন ইন শা আল্লাহ। পাশাপাশি ধর্মীয় পরিবেশে যারা বড় হয়েছেন তাদের ক্ষেত্রেও এ ওয়েবসাইট সহায়ক হিসেবে কাজ করবে।

সকলের কাছে আমাদের চাওয়া, আমাদের ওয়েবসাইট সম্পর্কে আপনাদের কোন মতামত নির্দিধায় বলুন। আর আমাদের কার্যক্রম ভালো লাগলে আল্লাহর জন্য পরিচিত দ্বীনী ভাই বোনকে বলুন , প্রচার করুন এতে আপনার ওসিলায় অনেক ভাই-বোন তাদের লাইফে একজন দ্বীনদার জীবনসঙ্গী খুজে পাবে ইন শা আল্লাহ । যত বেশি মানুষ আমাদের সম্পর্কে জানবে ততো বেশি দ্বীনী ভাই বোনদের সেবা দিতে পারবো ইন শা আল্লাহ । আল্লাহ আমাদেরকে সহ সকল ভাই-বোনদেরকে কবুল করুক। আমীন।।