জিজ্ঞাসা এবং নির্দেশনা সমূহ
Islamic Patro Patri ডট কম একটি ইসলামিক ম্যাটরিমনি ওয়েবসাইট। এখানে দুইটি ক্যাটাগরিতে জেলা ,বিভাগ ও পড়াশুনার মাধ্যম ভিত্তিক দ্বীনদার পাত্র পাত্রীর বায়োডাটা খোঁজা এবং বায়োডাটা তৈরি করে জমা দিতে পারে।
না। আপনি সম্পূর্ণ বিনামূল্যে সঠিক নির্দেশনা অনুসরণ করে বায়োডাটা তৈরি বা জমা দিতে পারবেন।
জ্বী, ইন শা আল্লাহ, আপনি সাধারণ ক্যাটাগরিতে জমা দিতে পারবেন। তবে সাধারণ ক্যাটাগরিতে বায়োডাটা জমা দেয়ার জন্য আপনার কিছু শর্ত যেমন পরবর্তীতে দাড়ি রাখবেন বা সালাত আদায়কারী হবেন ইত্যাদি মেনে নিতে হবে। যা মৌলিক তথ্য প্রদানের ক্ষেত্রে 'বায়োডাটা ক্যাটাগরি' নির্বাচনের সময় 'ক্যাটাগরি দিকনির্দেশনা' থেকে পাবেন।
জ্বী, ইন শা আল্লাহ, আপনি সাধারণ ক্যাটাগরিতে জমা দিতে পারবেন। তবে সাধারণ ক্যাটাগরিতে বায়োডাটা জমা দেয়ার জন্য আপনার কিছু শর্ত যেমন পরবর্তীতে বোরকা ও হিজাব, নিকাব পরবেন বা মাহরাম মেনে চলবেন (ইন শা আল্লাহ) ইত্যাদি মেনে নিতে হবে। যা মৌলিক তথ্য প্রদানের ক্ষেত্রে 'বায়োডাটা ক্যাটাগরি' নির্বাচনের সময় 'ক্যাটাগরি দিকনির্দেশনা' থেকে পাবেন।
জ্বী, ইন শা আল্লাহ, আপনি সাধারণ ক্যাটাগরিতে জমা দিতে পারবেন। তবে সাধারণ ক্যাটাগরিতে বায়োডাটা জমা দেয়ার জন্য আপনার কিছু শর্ত যেমন পরবর্তীতে দাড়ি রাখবেন বা মাহরাম মেনে চলবেন (ইন শা আল্লাহ) ইত্যাদি মেনে নিতে হবে। যা মৌলিক তথ্য প্রদানের ক্ষেত্রে 'বায়োডাটা ক্যাটাগরি' নির্বাচনের সময় 'ক্যাটাগরি দিকনির্দেশনা' থেকে পাবেন।
আপনার বায়োডাটা এপ্রুভ করা হলে আপনার ও আপনার পিতা-মাতার নাম, মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস গোপন রাখা হবে। বাকি সকল তথ্য সাধারণ ইউজাররা দেখতে পারবে। অর্থাৎ সাধারণ ইউজাররা আপনার বায়োডাটা পড়তে পারবে কিন্ত আপনার পরিচয় জানতে পারবে না।যদি কেউ বিয়ের জন্য যোগাযোগ করতে আগ্রহী হয় তাহলে কানেকশন ব্যবহার করে আপনার নাম, অভিভাবকের মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস দেখতে পারবে এবং বিয়ের জন্য যোগাযোগ করতে পারবে।
না। আপনি পাত্র/পাত্রী যেই হোন না কেন, ওয়েবসাইটে বায়োডাটা আপলোড করতে হলে অবশ্যই আপনার অভিভাবকের অনুমতি নিতে হবে। তাছাড়া আমরা বায়োডাটা এপ্রুভ করতে পারবো না। তবে আপনার জন্য পরামর্শ হলো নিজের জন্য দোয়া করতে থাকেন, পরিশ্রমী হোন আর সৎভাবে চেষ্টা বা বুঝাতে থাকেন আল্লাহ সহজ করে দিবেন, ইন শা আল্লাহ।
এক্ষেত্রে ইন্টারনেট বা কম্পিউটার/এন্ড্রয়েড ব্যবহারে দক্ষ ব্যক্তিকে পাশে বসিয়ে পাত্র/পাত্রী বায়োডাটায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর বলে দিবেন। ঐ ব্যক্তি আপনার বায়োডাটার তথ্যগুলো টাইপ করে আপনার বায়োডাটা তৈরিতে সাহায্য করবে। এভাবে তৈরিকৃত বায়োডাটা জমা দিতে পারবেন।
১) প্রথমে IslamicPatroPatri.Com ওয়েবসাইটে প্রবেশ করুন এবং হোম পেজের উপরের ডান কোণে থাকা (ফোন থেকে) ইউজার আইকন, (কম্পিউটার থেকে) লগইন এ ক্লিক করুন। ২) 'অ্যাকাউন্ট তৈরি' বাটনে এ ক্লিক করুন। ৩) অ্যাকাউন্ট তৈরির ফর্ম প্রদর্শিত হবে। প্রয়োজনীয় তথ্য প্রদান করুন। ৪) অথবা 'গুগল দিয়ে এগিয়ে যান' বাটনে ক্লিক করুন। তারপর আপনার ডিভাইসে যেকোন একটি ইমেইল এবং পাসওয়ার্ড দিন। এতে আপনার লগইনকৃত ইমেল দিতে অটোমেটিক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে ইন শা আল্লাহ।
১. IslamicPatroPatri.Com এ লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট তৈরি করুন, উপরের নির্দেশনা অনুযায়ী। ২. লগইন করার পর হোম পেজ ডান পার্শ্বের মেনু থেকে বা ড্যাশবোর্ড থেকে বায়োডাটা তৈরি করুন বাটনে ক্লিক করুন। ৩. বায়োডাটা তৈরির পূর্বে IslamicPatroPatri.Com শর্ত সমূহ পড়ুন এবং সম্মত হলে চেকবক্স চেক করে বায়োডাটা তৈরি করুন বাটনে ক্লিক করুন। ৪. বায়োডাটা ফর্ম প্রদর্শিত হবে। ফর্মে সকল তথ্য সঠিকভাবে দেয়া শেষ হলে বায়োডাটা রিভিউ পেজে প্রবেশ করবেন এবং সব তথ্য ভালভাবে পরিদর্শন করে Submit বাটনে ক্লিক করে বায়োডাটা জমা দিন। ৫. কয়েকদিনের মাঝে আমাদের পক্ষ্য থেকে আপনার অভিভাবক এবং আপনাকে কল করে ভেরিফাই করা হতে পারে। ৬. IslamicPatroPatri.Com কাস্টমার কেয়ার কর্তৃক আপনার বায়োডাটা রিভিউ শেষে একটি মেইল দিয়ে এপ্রুভ অথবা নট-এপ্রুভ স্ট্যাটাস জানানো হবে ইন শা আল্লাহ ।
১. প্রথমে IslamicPatroPatri.Com এ একাউন্টে লগইন করুন। ২. ড্যাসবোর্ড থেকে বায়োডাটা প্রিভিউ করুন। ৩. এরপর প্রিভিউ বায়োডাটা উপরে ডান পার্শ্ব থেকে এডিট করুন বাটনে ক্লিক করুন। ৪. বায়োডাটা ফর্মটি প্রদর্শিত হবে, আপনি যে তথ্যটি এডিট করতে চান সেখানে প্রবেশ করে এডিট শেষে বায়োডাটা রিভিউ করুন এবং Submit বাটনে ক্লিক করুন।
১। প্রথমে IslamicPatroPatri.Com এ একাউন্টে লগইন করে ড্যাশবোর্ডে যান। ২। তারপর বাম পার্শ্ব মেনু থেকে ' অ্যাকাউন্ট সেটিংস' এ যান। ৩। পরে Delete Biodata এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে 'Biodata Delete' বাটনে চাপ দিয়ে ডিলিট সম্পন্ন করুন। ৪। আপনার বায়োডাটা ডিলিট করলে আর ফেরত আনতে পারবেন না। সাময়িক সময়ের জন্য প্রয়োজন হলে হাইড করে রাখতে পারেন।