
Biodata No:
IPPF 40
দ্বীনদার বায়োডাটা
পাত্রীর বায়োডাটা
অবিবাহিত
মার্চ ১৯৯৫
৩০ বছর ৭ মাস
5.1 ইঞ্চি
উজ্জ্বল শ্যামলা
৪৪ কেজি
O+
ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকার নাম:
ভাটিকাশর
ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকার নাম:
ভাটিকাশর
ময়মনসিংহ সদর
জেনারেল
স্নাতক
বিজ্ঞান বিভাগ
A+
2013
বিজ্ঞান বিভাগ
A+
2015
BSc( Hon's) in Oceanography
Noakhali Science and Technology University.
পাবলিক বিশ্ববিদ্যালয়
A
2022
তেমন কোনো যোগ্যতা নেই।দ্বীনের প্রাথমিক জ্ঞানটুকু আছে বলা যায়।অনলাইনে ইলমী কিছু কোর্স করা হয়েছে সেইগুলোও খুব সামান্য তাই বিস্তারিত উল্লেখ করছি না। তবে,আল্লাহর একটা অনুগ্রহ আছে সেটুকু উল্লেখ করছি- ৪৬ তম বেফাকে(২০২২-২৩) নাহবেমী জামাতে পরীক্ষা দিয়েছিলাম।মুমতাজ পেয়ে উত্তীর্ণ হই।আলহামদুলিল্লাহ।
নাই
জী, জীবিত
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা । প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড( বিআরডিবি),পদবী: সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (এআরডিও),২০১৩ থেকে অবসরে আছেন।
জী, জীবিত
গৃহিণী
১ জন
ভাই:১জন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবাহিত পেশা: ব্যবসা।( ছোটো পরিসরে নিজস্ব কম্পিউটার ও ইলেকট্রনিক্স এক্সেসরিজ এর দোকান আছে)
১ জন
বোন:১জন স্নাতকোত্তর, অবিবাহিত পেশা:বর্তমানে বিদেশে উচ্চাশিক্ষার জন্য অবস্থানরত আছেন।
৪ জন চাচা।বর্তমানে ১ জন জীবিত আছেন।উনি ব্যবসা করেন।নিজস্ব ফার্মেসী আছে। ৩ জন মামা। বড় মামা:বিমান বাহিনীতে চাকরী করতেন।বর্তমানে অবসরে আছেন। মেঝো মামা:ব্যবসা করেন।(মুড়ির ফ্যাক্টরি আছে) ছোট মামা:সিভিল ইঞ্জিনিয়ার।
মধ্যবিত্ত
আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছেন মোটামুটি স্বচ্ছলভাবেই দিন কেটে যাচ্ছে। প্রয়োজনের খাতিরে বিস্তারিত উল্লেখ করছি। আমাদের ময়মনসিংহ সদরেই পৈত্রিক জমির(৪ শতাংশ জমি)উপর ৩ তলা বাসা আছে।বাসাটা কিছুটা পুরাতন।ভাই-ভাবী,ভাইস্তা,মা-বাবা ,আমি সবাই একই সাথে নিজস্ব বাসাতেই থাকি।বাসা ভাড়া আর ভাইয়ের ইনকাম আয়ের মুল উৎস।এর বাইরে অন্য কোনো জমি-জমা বা আয়ের উৎস নেই।
সবারই দ্বীনের ব্যাসিক বুঝ আছে।তবে,সবাই পরিপূর্ণভাবে ফরজ বিধান পালন করেনা।বাবা-মা মোটামুটি ফরজ বিধান পালন করেন।আমার দ্বীন পালনে কোনো অসুবিধা হয় না, বরং সবাই আন্তরিকভাবে সাপোর্ট করেন। আলহামদুলিল্লাহ।
কালো বোরখা,হাত- পা মোজাসহ নিকাব করি।
২০১৯
জ্বী পড়ি।২০১৯ থেকে
হয় না,আলহামদুলিল্লাহ।
জ্বী,আলহামদুলিল্লাহ।
মোটামুটি শুদ্ধভাবে পারি।পরিপূর্ণ শুদ্ধভাবে শিখার চেষ্টা চলমান আছে।
হানাফি
না,আলহামদুলিল্লাহ।তবে অনলাইনে মাঝেমধ্যে এমন কিছু বিষয় (যেমন:সমসাময়িক বিভিন্ন নিউজ)দেখা হয়ে যায় যেগুলো সময় অপচয় এর ক্যাটাগরিতে পরে ।এইগুলোও এভয়েড করার চেষ্টা করছি।।
জানামতে তেমন কিছু নেই,আলহামদুলিল্লাহ।
বর্তমানে দ্বীনি কোনো মেহনতে যুক্ত নেই।ভব্যিষতে যুক্ত হবার নিয়ত আছে।ইন শা আল্লাহ।
বিদআত ও শিরক
১.কখনো ঝরে যেও না ২.কাশগড় কতই না অশ্রুজল ৩.খুশুখুযু
সংগত কারনেই এই পয়েন্ট টা নিয়ে একটু বিস্তারিত লিখার চেষ্টা করছি।আলেমদের লেকচার আমার কম শোনা হয়।অনলাইন জগতে যাদের লেকচার গুলো সচরাচর আসে তাদের লেকচারগুলো অল্প বিস্তর শোনা হতো।ফিকহি মাসআলা এর ক্ষেত্রে হানাফি ফিকহ এর অনুসারী আলেমদের মাসআলা গুলো শোনা হয়।আলেমদের বক্তব্য শোনার চেয়ে কিছু ইউটিউব চ্যানেল বেশি ফলো করা হতো,যেমন:বাসিরা মিডিয়া,উম্মাহ নেটওয়ার্ক,রেইন ড্রপস মিডিয়া।তবে শাইখ হারুন ইজহার হাফি. এর বক্তব্যগুলা ,দারসগুলো শোনার চেষ্টা করি।শুধু শোনার জন্য শোনা না বরং উনার কথাগুলোর উপর আমল করার উদ্দেশ্যে শোনার চেষ্টা করি।
অনার্স লাইফ থেকে কিছুটা নামাজ,পর্দা করা( শরীয়ত-সম্মত পর্দা না)শুরু করি।বান্ধবীদের দেখে অনুপ্রাণিত হয়েই পথচলা শুরু।অনার্স ৩য় বর্ষে হেদায়াত পাই।তখন থেকেই অনলাইন কোর্সের মাধ্যমে ইসলাম নিয়ে অল্পবিস্তর জানার চেষ্টা শুরু করি।হারাম সহশিক্ষা ব্যবস্থা থেকে বের হবার ইচ্ছে ছিলো।কিন্তু আমার ভার্সিটির কিছুটা অনুকূল পরিবেশ( বান্ধবীরা এবং ডিপার্টমেন্ট),পরিবার এবং নিজের হিম্মতের অভাবে তখনই হারাম সহশিক্ষা থেকে বের হওয়া হয়ে উঠেনি।২০২২ এর জানুয়ারিতে অনার্স শেষ হবার পর পুরোপুরি সহশিক্ষা থেকে বের হয়ে আসি আলহামদুলিল্লাহ। এরপর অনলাইন-অফলাইন দুই মাধ্যমেই যতটুকু পেরেছি ইলমী পড়াশোনা করার চেস্টা চালিয়েছি।৪৬ তম বেফাকে (২০২২-২৩) নাহবেমী জামাতে পরীক্ষা দেই।কিছু সীমাবদ্ধতার কারনে পরবর্তীতে আর অফলাইনে পড়া আগানো সম্ভব হয়নি।আসলে ইলমী কাফেলায় আমি একদমই নতুন,অতীতে যতটুকু যা পড়েছি তাতে কিছু গ্যাপ আছে তাই বর্তমানে অনলাইনের মাধ্যমেই আবার নতুন করে ইলমের জার্নি শুরু করেছি।পরিস্থিতি অনুযায়ী অনলাইন বা অফলাইন যেভাবে আল্লাহ চান ইলমের এই জার্নিটা অব্যাহত রাখতে চাই,ইন শা আল্লাহ। যিনি আমার অভিবাবকত্ব গ্রহণ করবেন আমার ইলমের জিম্মাদারিও উনাকে নিতে হবে।এই ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা এবং সাপোর্ট করতে হবে। সাংসারিক কাজকর্ম ( রান্নাবান্না, সেলাই,হাতের কাজ), দায়িত্বপালন এইসব ব্যাপারে আমি তেমন দক্ষ নই। বিশেষ কোনো গুণও নেই।হল লাইফে নিজের চলার জন্য যতটুকু যা প্রয়োজন ততটুকুই করা হয়েছে।দায়িত্ব নিতে হয়নি বা না নিলেও চলেছে তাই এই ব্যাপারে আমার পারদর্শীতাও হয়ে উঠেনি।তবে দায়িত্ব অবহেলা করা বা এড়িয়ে চলার মন-মানসিকতা নেই।ঘর গুছানো,পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি,এটুকু মোটামুটি সবসময় মেইনটেইন করি।এর বিপরীত মানুষ কিছুটা অপছন্দ লাগে। স্বভাবে শান্তশিষ্ট,ভদ্র,শালীন- এই তকমাগুলো ছোটবেলা থেকেই শুনে আসছি।সম্ভবত আমি আসলেই তেমন।কিছুটা ইন্ট্রোভার্ট প্রকৃতির।নিজের কম্ফোর্টজোনের বাইরে সহজে কারোর সাথে মিশতে পারিনা। অহেতুক আড্ডা,গীবত,পরনিন্দা চর্চা এইসব এড়িয়ে চলি।অপচয় ও অপ্রয়োজনীয় খরচ করা অপছন্দ করি,নিজের জিন্দেগীটা হিসেব করে মিতব্যয়ী হয়ে চলতে চাই।সবর করা,রাগ কন্ট্রোল করা,বিনয়ী হওয়া-এই দিকগুলো অর্জনের চেস্টা চালিয়ে যাচ্ছি।নিচু ভয়েসে স্পষ্টভাবে কথা বলতে এবং নিজের কাছে নিজে স্বচ্ছ থাকতে পছন্দ করি। সেভাবে দ্বীনি কোনো খেদমতে যুক্ত নেই।যোগ্যতা ও সুযোগের অভাব বলা যায়।আল্লাহর কাছে এ ব্যাপারে তৌফিক চাই।বিয়ে পরবর্তী জীবনে দাওয়া কেন্দ্রিক কাজে যুক্ত হতে চাই।শুধু তাবলীগ এর মধ্যেই সীমাবদ্ধ না থেকে সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী দাওয়াতি কাজে যুক্ত হওয়ার স্বপ্ন দেখি।সত্যি বলতে এই ব্যাপারে জানা-বোঝার কমতি আছে।তাই এমন কাউকে চাই যিনি জিন্দেগীর একটা অংশ দাওয়া কেন্দ্রিক কাজে অব্যাহত থাকতে চান।দয়াকরে,এই দিকটি গুরুত্বের সাথে বিবেচনা করবেন। সত্যি বলতে না আছে আমার দুনিয়াবি কোনো যোগ্যতা, না আছে ইলমী কোনো যোগ্যতা। তবে আল্লাহ আমাকে কিছু অনুভূতি দিয়েছেন যা হয়তো শব্দ দিয়ে সাজাতে পারবো না।এটুকু বলি আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন কায়েম হবে-আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সহযাত্রী হবো,এই স্বপ্নগুলো নতুনভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়।শুধু জযবা না বরং হিকমাহ সম্পন্ন জযবা ধারণ করতে চাই।অগোছালো স্বপ্নগুলো হক্বপন্হী কারোর মাধ্যমে আল্লাহ কবুল করে নিবেন- এটাই দুনিয়ার জীবনের অন্যতম চাওয়া। এত আদম সন্তানের ভীরে সত্যিকারের আল্লাহ ওয়ালা মানুষের খুব অভাব। আল্লাহওয়ালাদের সহবতে আল্লাহকে পাওয়া যায় আবার অন্ধকার ঘরেও আল্লাহর নুর পৌছে যেতে পারেব।এই দুই অনুভূতিই উপলব্ধি করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। এর ভিন্ন অনুভূতির কারোর সাথে নিজেকে জুড়ার কথা ভাবতেও পারিনা।বিয়ে নিয়ে ফ্যান্টাসিতে ভোগা মানুষগুলোর বিয়ে নিয়ে যত উন্মাদনা তা পূরণ করার কোনো গুন বা যোগ্যতা কোনটাই আমার নেই,সত্যিই নেই। জীবনের পড়ন্ত সময়ে এসে দ্বীনের সামান্য বুঝ আল্লাহ আমাকে দিয়েছেন, তাই বাকি সময়টুকু আর ফ্যান্টাসিতে কাটাতে চাই না। নিজেকে নিয়ে বলা আসলেই খুব কঠিন, অনলাইন প্ল্যাটফর্মে উন্মুক্তভাবে বলা আরো বেশি কঠিন।প্রতিটা পয়েন্ট খুব গুরুত্ব দিয়ে সততার সাথে লিখার চেস্টা করেছি।আশা করি নিজের সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি।আরেকটা ব্যাপার একটু বলে রাখি দয়াকরে কেউ অনলাইনে ছবি চেয়ে বিব্রত করবেন না।আমি কোনোভাবেই কাউকে আমার ছবি দিব না।
না
পেশা নেই
জ্বী রাজি আছেন।
একদম ই না।
না চাই না,
ইলমী পড়াশোনা অবশ্যই চালিয়ে যেতে চাই।যিনি আমার অভিবাবকত্ব গ্রহণ করবেন,উনাকে আমার ইলমের জিম্মাদারিও নিতে হবে।
বিয়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সবারই কম- বেশি জানা আছে।নিজের ক্ষেত্রে বিয়েকে শুধুমাত্র মানবীয় ভোগ বিলাস বা আরাম- আয়েশের মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদি একটা মিশন হিসেবে ভাবতে চাই।আর নিজেকে এই মিশনের একজন যোগ্য সহযোগী বানাতে চাই।বিশ্বাস রাখি,যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় পারিবারিক জীবন আখিরাত ও দুনিয়াতে সফলতা লাভের খুব ভালো প্ল্যাটফর্ম হতে পারে।আল্লাহভীরু কাউকে নিজের অভিবাবকত্ব দিয়ে আখিরাতের জন্য কিছু সঞ্চয় জমা করতে চাই।ইন শা আল্লাহ,বিইযনিল্লাহ।
কালো, উজ্জ্বল শ্যামলা, ফর্সা
৫.৪ থেকে ৬.০ ইঞ্চি
আমি নিজে ইলমহীন তাই ইলম সম্পন্ন কেউ হলে ভালো হয়। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে হাফেজ/মাওলানা/মুফতি। জেনারেল ব্যাকগ্রাউন্ড হলে নুন্যতম স্নাতক। তবে অবশ্যই অন্তত দ্বীনের ব্যাসিক জ্ঞানটুকু থাকা লাগবে এবং ইলম অর্জনে যথেষ্ট আগ্রহী কাউকে আশা করি।।
ময়মনসিংহ বা আশেপাশে হলে ভালো হয়।তবে দুইপক্ষের সব দিক মিল হলে দুরত্ব নিয়ে সমস্যা নেই।
অবিবাহিত
অবশ্যই হালাল কোনো পেশা।মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে মাদ্রাসার শিক্ষক,ইমাম ,খতিব ইত্যাদি যে কোনো।আর জেনারেল ব্যাকগ্রাউন্ড হলে যে কোন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,ইঞ্জিনিয়ার,ডাক্তার,মাঝারী আয়ের ব্যবসায়ী।পেশা যেমনই হোক আশা থাকবে যেন আমার পরিবারের সাথে মোটামুটি মানানসই পড়াশোনা এবং ইনকাম সোর্স যেন থাকে।
মধ্যবিত্ত বা স্বচ্ছল।প্রত্যাহিক প্রয়োজন পুরনের মত স্বচ্ছলতার আশা রাখি।
নজরের হেফাজত এবং হালাল-হারাম এর ব্যাপারে সর্বোচ্চ কঠোর থাকবেন। জায়েজ/মুবাহ বিষয়গুলার ক্ষেত্রেও তাকওয়ার ভিত্তিতে সিদ্ধান্ত নিবেন। অনলাইন - অফলাইন উভয় মাধ্যমেই পরিপূর্ণভাবে নন মাহরাম মেইনটেইন করবেন,সফট মিউজিক, ইসলামি সিরিজ এর নামে যত সব হারাম বিনোদন আছে,খেলাধুলা দেখার প্রতি আসক্তি,হারাম মিক্সড আছে এমন কোন আত্নীয় স্বজনের দেয়া খাবার খাওয়া বা উপহার গ্রহন করা,ব্যাংকিং সিস্টেম গ্রহণ সকল ক্ষেত্রে কঠোর হবেন।বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। ইলমী দিক থেকে মোটামুটি যোগ্যতা সম্পন্ন হবেন।ইলম অর্জনকে জীবনের অন্যতম অনুষজ্ঞ মনে করবেন।নিজের অবস্থান হতে ইলম অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ করার মানসিকতা রাখবেন। শুধু ইলম নয় বরং আমলের ব্যাপারেও যত্নবান হবেন।বিশেষভাবে জামাতে নামাজ আদায়ের এবং শেষ রাতের আমলে ব্যাপারে। সরাসরি প্রশাসনিক/ সামরিক/ বিচার বিভাগের সাথে যুক্ত এমন কোন সরকারী কর্মকর্তা অথবা যিনি এমন কোনো সেক্টরে কাজ করেন যেখানে তিনি নিজে কোনো অবৈধ/ হারাম কাজের সাথে যুক্ত না থাকলেও সিস্টেমের কারণে চুপ থাকতে হয়/মেনে নিতে হয় এমন সরকারি কর্মকতা বা সরকারি চাকরি প্রত্যাশী বা বেসরকারি কর্মকর্তা -সকলের আমাকে এড়িয়ে যাওয়ার অনুরোধ থাকবে। ( এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি না,করতে চাচ্ছিও না)। নিজের দায়িত্ব-কতর্ব্যের ব্যাপারে নিজের কাছে স্বচ্ছ থাকবেন।একজন মেয়ের দায়িত্বশীলতা কম থাকলেও সেটা পুষিয়ে নেয়া যায় কিন্তু যাদের উপর রাহবারের দায়িত্ব তাদের এই দিকটায় কমতি থাকলে তা অন্যকিছু দিয়ে পুষিয়ে নেয়া যায়না।এমন কাউকে চাই যিনি মানুষের হকের ব্যাপারে সচেতন থাকবেন পাশাপাশি মুসলিম উম্মাহর হালত,মাজলুম উম্মাহর অবস্থা নিয়ে চিন্তা- ফিকির করেন এবং এই ব্যাপারে সাধ্যানুযায়ী চেস্টা চালিয়ে যাচ্ছেন।দয়াকরে, এই ব্যাপারটা গুরুত্বের সাথে বিবেচনা করবে নজরের হেফাজত করা নারীর তুলনায় পুরুষদের জন্য ফিতরাতগত ভাবেই খুব কঠিন।এই সংক্রান্ত বদ-অভ্যাস বা গোপন গোনাহতে যারা অভস্ত্যতা বা সব বুঝলেও বের হয়ে আসতে পারছেন না তারা দয়াকরে আমাকে এড়িয়ে যাবেন।এর সমাধান হিসেবে বিয়েকে বাছাই করলেও আমাকে বাছাই করতে যাবেন না।এই ব্যাপারে আমাকে ধোকায় ফেলানোরও চেস্টা করবেন না।অন্তত এই ব্যাপারে বিশেষভাবে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় করবেন কেননা আমাকে প্রতারিত করা হলে আমার থেকে ক্ষমা পাওয়ার আশা নেই।আর যদি আমার দিক থেকেও যোগাযোগ করা হয়,যাদের এই ধরনের সমস্যা আছে তারাও দয়াকরে আমাকে এড়িয়ে যাবেন। আরেকটা ব্যাপারে বলে রাখি,নিজের পর্দার ব্যাপারে আমি খুব সিনসিয়ার থাকতে চাই।বিয়ের পর কোনো অবস্থাতেই সামান্য ছাড় দেয়া সম্ভব না।অনেক সময় বিয়ের দিন বা বিয়ের পর সামাজিকতা রক্ষার্থে কিছু কিছু ব্যাপারে ছাড় দিতে হয়।এইসব ব্যাপারে আমার অবস্থান খুব দৃঢ় থাকবে,কোনোভাবেই পর্দার ব্যাপারে সামান্য ছাড় দেয়া সম্ভব হবেনা।তাই একটা দ্বীনি পরিবার আশা করি অথবা অন্তত আমি যেন পরিপূর্ণ পর্দার পরিবেশ পাই এটুকু নিশ্চয়তা অবশ্যই দিতে হবে। যিনি সত্যিকার অর্থেই আল্লাহকে সবচেয়ে ভালোবাসেন এবং আল্লাহর জন্যই যাবতীয় কিছু স্যাক্রিফাইজ করার মানসিকতা রাখেন তারাই দয়াকরে সিভি দেয়ার ব্যাপারে ভাববেন।বিশ্বাস করুন অসংখ্য অযোগ্যতা আর জটিলতা ঘেরা আমার জীবনে আল্লাহর দেয়া নুরের ছোয়া ছাড়া কিচ্ছু অবশিষ্ট নেই। নিজের নড়বড়ে ঈমানের যত্ন নিতে প্রকৃত তাকওয়াবান মানুষের সহবত আমার জন্য খুব প্রয়োজন। ফ্যান্টাসিতে ভোগা মানুষগুলো আমাকে এড়িয়ে চলবেন।আমার চেয়ে সত্য এবং বিশ্বস্ত কথা আমার ব্যাপারে আপনাকে কেউ বলতে পারবেনা।তাই আবারো বলছি, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসলে এবং দুনিয়াবী সুখ,সৌন্দর্য আল্লাহর জন্য সেক্রিফাইজ করার মানসিকতা থাকলে তবেই আগাবেন।আমার দিক থেকে আমি ক্লিয়ারলি বললাম,আমি দায়মুক্ত বাকিটা আপনার উপর।ভাবুন, বারবার ভাবুন।দয়াকরে নিজেও বিব্রত হবেন না,আমাকেও বিব্রত করবেন না। আমার সিভি পড়ে কারোর যদি বাড়াবাড়ি মনে হয়,দয়াকরে আমাকে ইগনোর করবেন।প্রতিটা পয়েন্ট খুব বুঝে শুনে লিখার চেস্টা করেছি আর আমি নিজেও এর উপর যথাসম্ভব আমল করে আসছি।ভবিষ্যতে আরো দৃঢ়ভাবে পালন করার জন্য যিনি সত্যিকারভাবেই বিষয়গুলো বুঝেন এবং পালন করেন এমন কাউকে প্রত্যাশা করাটা অযাচিত মনে করছি না।যিনিই আগাতে চাইবেন দয়াকরে ভালোভাবে সবকিছু পড়ে দরকার হলে ইস্তেখারা করে তবেই আগাবেন।
হ্যাঁ
হ্যাঁ
হ্যাঁ
হ্যাঁ
যোগাযোগের তথ্য
সতর্কতা - বিয়ের সিদ্ধান্ত নেয়ার পূর্বে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে বায়োডাটার সমস্ত তথ্য যাচাই করবেন।
এই বায়োডাটার অভিভাবকের যোগাযোগের তথ্য দেখতে আপনার ১টি কানেকশন খরচ হবে।